‘বিশ্বাস’ এমন একটি বস্তু যা চোখে দেখা যায় না। তার অস্তিত্ব কেউ অস্বীকার করবে এমন জোর নেই। অথচ সে এমনই ভঙ্গুর যে কোনও শব্দ ছাড়াই নিমেষে টুকরো হয়ে যায়। যে কোনও সম্পর্কের ভিত্তি হল বিশ্বাস। সে প্রেমের সম্পর্ক হোক বা বন্ধুত্বের। এই ‘বিশ্বাস’ যদি ভেঙে যায়। তার পর নতুন করে কি আর সত্যিই কাউকে বিশ্বাস করা যায়? সোমবার আনন্দবাজার অনলাইনে আলোচনায় বসলেন মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়। ‘কী করে বলব? সঙ্গে অনুত্তমা’ শীর্ষক অনুষ্ঠানে এ সপ্তাহের বিষয় ‘বিশ্বাস করতে পারি না’।