মেসেজ পাঠিয়েছেন, সে অনলাইনও আছে কিন্তু উত্তর দিচ্ছে না আপনার প্রশ্নের! কার সঙ্গে কথা বলছে সঙ্গী? এমন প্রশ্ন প্রায়ই ঘুরপাক খায় আপনার মনে? আপনি জানেন, আপনার প্রেমিক আপনাকে বড্ড ভালবাসেন। তবুও কিছুতেই পিছু ছাড়ছে না সন্দেহ! সম্পর্কে এক বার সন্দেহের বীজ তৈরি হয়ে গেলে, সেই সম্পর্কের আয়ু বেশি দিন হয় না! একে অপরের প্রতি বিশ্বাস সম্পর্কের ভীত মজবুত করে। মনে সন্দেহ বাসা বাঁধলেই মুশকিল!
সন্দেহ আদতে কি বাতিক? অসুখ? সন্দেহ মানেই কি অমূলক না কি তার মধ্যে কোথাও বাস্তব কিছু কারণও থেকে যায়? এই নিয়েই সোমবার আনন্দবাজার অনলাইনের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আলোচনায় বসলেন মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়। ‘কী করে বলব? সঙ্গে অনুত্তমা’ শীর্ষক অনুষ্ঠানের এই সপ্তাহের বিষয় ছিল ‘তোমাকে সন্দেহ করি!’