প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: সৈকত
ইজ়রায়েল এবং প্যালেস্টাইনের জঙ্গিগোষ্ঠী হামাসের মধ্যে অনেক দিন ধরেই যুদ্ধ চলছে। বহু প্যালেস্টাইনী এবং ইজ়রায়েলির প্রাণ গিয়েছে সেই যুদ্ধে। সম্প্রতি হামাসের তরফে পণবন্দিদের মুক্তির বিনিময়ে গাজ়ায় ইজ়রায়েলি হামলা বন্ধের শর্ত দেওয়া হয়েছিল। কিন্তু ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তা খারিজ করে দিয়েছিলেন। এখনও পর্যন্ত গাজ়ায় ইজ়রায়েলি সেনার হামলায় প্রায় ১৪ হাজার সাধারণ প্যালেস্টাইনি নাগরিক নিহত হয়েছেন। যার মধ্যে প্রায় সাড়ে পাঁচহাজার শিশু। এর প্রতিবাদে এবার মিছিল সংগঠিত হল কলকাতায়। রাজপথ থেকে উঠল প্যালেস্টাইনকে মুক্ত করার দাবি। কয়েকটি বাম সংগঠনের তরফে বৃহষ্পতিবার একটি মিছিলের আয়োজন করা হয় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে। ভারত সরকারের ভূমিকার সমালোচনা করে মণিপুর ও কাশ্মীর প্রসঙ্গও তুলে ধরা হয় সেখানে।