Kolkata Doctor Rape-Murder Case

পথই দেখাল পথ, পায়ে পায়ে ধর্মতলায় ‘আমরা তিলোত্তমা’র মহামিছিল

রবিবার কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলে হাজির বহু মানুষ। সেই মানুষের ভিড়ে সাধারণ হয়েই মিশে রইলেন চলচ্চিত্র জগতের তারকারা। সকলের একটাই দাবি, বিচার চাই।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৮
Share:
Advertisement

আরজি কর-কাণ্ডে সুবিচারের দাবিতে কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিক মহামিছিলে পা মেলালেন শহরের আট থেকে আশি। বেশির ভাগই সাধারণ মানুষ। তার মধ্যেই মিলেমিশে আছেন চলচ্চিত্র জগতের শিল্পী, কলাকুশলীরা। পা মেলাতে দেখা গেল অপর্ণা সেন, স্বস্তিকা মুখোপাধ্যায়, উষসী চক্রবর্তী, লগ্নজিতা চক্রবর্তী, দেবলীনা দত্ত, চৈতি ঘোষাল, সৃজিত মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী প্রমুখ। কলকাতা শহরের একাধিক স্কুলের পড়ুয়াদেরও মহামিছিলে হাঁটতে দেখা যায়। মিছিলে শামিল হয়েছিলেন রূপান্তরকামীরাও। মিছিলে দেখা যায় রামধনু রঙের পতাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement