Puja Rally

মুখ্যমন্ত্রীর মমতার ডাকে দুর্গাপুজোর বর্ণাঢ্য ধন্যবাদ যাত্রা পাহাড়ে

কালিম্পং জেলাশাসক আর বিমলা বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো গোটা রাজ্যেই আজ দুর্গাপুজোর হেরিটেজ স্বীকৃতিকে কেন্দ্র করে শোভাযাত্রা হচ্ছে।’’

নিজস্ব সংবাদদাতা
দার্জিলিং শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ ২১:৩৫
Share:
Advertisement

শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার তরাই তারাপদ স্কুলের মাঠ থেকে একটি শোভাযাত্রা হয়। বিভিন্ন ক্লাবের ট্যাবলো-সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চলে ওই শোভাযাত্রা। ঢাক বাজিয়ে তার উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকার। গৌতম বলেন, ‘‘জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে এক ডাকে আমাদের পদযাত্রায় যোগ দিয়েছেন। কাতারে কাতারে মানুষ দেখা গিয়েছে শোভাযাত্রায়।’’ কালিম্পংয়ের মেলা গ্রাউন্ড থেকেও শুরু হয় শোভাযাত্রা। শহর পরিক্রমা করে টাউন হলে গিয়ে তা শেষ হয়। কালিম্পং জেলাশাসক আর বিমলা বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো গোটা রাজ্যেই আজ দুর্গাপুজোর হেরিটেজ স্বীকৃতিকে কেন্দ্র করে শোভাযাত্রা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement