Kerala Blast

কেরলের বিস্ফোরণে আইইডির ব্যবহার, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে বিস্ফোরণের তদন্ত করতে ঘটনাস্থলে পৌঁছেছে এনআইএ এবং এনএসজির আধিকারিকেরা।

সম্পাদনা: বিজন

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ ১৮:৫৮
Share:
Advertisement

কেরলের এর্নাকুলাম জেলার কালামাসেরি এলাকায় বিস্ফোরণে মৃত এক, আহত বহু। রবিবার সকাল ৯টা ৪০ মিনিট নাগাদ বিস্ফোরণ ঘটে বলে দাবি কেরল পুলিশের। কেরল পুলিশের ডিজিপি শেখ দারভেজ জানান, আহত ৩৬ জন হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীদের দাবি, কনভেনশন সেন্টারে অনুষ্ঠান চলাকালীন তিনটি বিস্ফোরণ ঘটেছে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গোটা ঘটনার বিস্তারিত তথ্য তলব করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহের নির্দেশে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন এনআইএ এবং এনএসজির প্রতিনিধিরা। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, আইডি (ইম্প্রোভাইজ়ড এক্সপ্লোসিভ ডিভাইস) দ্বারা বিস্ফোরণ ঘটানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement