চাকরি পাওয়ার আশায় কেটে গিয়েছে ন’বছর। যুবক-যুবতী থেকে মধ্যবয়সি হয়ে গিয়েছেন অনেকেই। অভিযোগ, হতাশায় আত্মহত্যার পথ বেছে নিয়েছেন কয়েক জন। সরকারি চাকরির নিশ্চিন্ত আশ্রয় না পেয়ে তাঁদের ঠাঁই মাতঙ্গিনীর পাদদেশে। ধর্না,আন্দোলনের মধ্যেই কেটেছে বছরের পর বছর। উৎসব-আনন্দ কিছুই ছিল না জীবনে। হাইকোর্টের রায়ে এ বছরের পুজোয় আনন্দে মাততে পারবেন, আশা আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের।