ভারতীয় নৌসেনার ‘১৭-এ’ প্রকল্পের ষষ্ঠ যুদ্ধজাহাজ ‘বিন্ধ্যগিরি’। কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসই)-এর তত্ত্বাবধানে তৈরি হয়েছে নৌসেনার এই নতুন জাহাজ। বৃহস্পতিবার তারই আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নারকেল ফাটিয়ে, মালা পরিয়ে জাহাজটির উদ্বোধন করেন দেশের তিন সেনার প্রধান রাষ্ট্রপতি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস। উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তাঁরাও জাহাজটির সামনে মালা পরান।
আধুনিক সমরসজ্জায় সজ্জিত ‘বিন্ধ্যগিরি’তে থাকছে ক্ষেপণাস্ত্র-সহ অন্যান্য যুদ্ধ উপকরণ। সরকারি সূত্রে খবর, বিন্ধ্যগিরি নির্মাণে ব্যবহৃত ৭৫ শতাংশ যন্ত্রপাতিই এসেছে ভারতীয় সংস্থা থেকে। এ দিনের উদ্বোধন অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, এই জাহাজ নির্মাণের মাধ্যমে “ভারত সমুদ্রের বুকে নিজের শক্তি আরও খানিকটা বাড়িয়ে নিতে পারল।”