উত্তরবঙ্গে ভারি বৃষ্টিপাতের কারণে ওপরের পাঁচটি জেলায় আগেই লাল সতর্কতা জারি করেছিল মৌসম ভবন। অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি। আগামী কয়েকদিনেও ভারি বৃষ্টির সম্ভাবনা নেই। কেবলমাত্র দুই ২৪ পরগনা ও পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ভারি বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে বঙ্গোপসাগরে ইতিমধ্যেই তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত।