সম্পাদনা: সুব্রত
লকেটের হাত থেকে বাঁচতে মোদিকে খোলা চিঠি বিজেপির মণ্ডল সভাপতিদের। চন্দননগরের বিভিন্ন এলাকায় খোলা চিঠি পোস্টার আকারে সাঁটানো হয়েছে। পোস্টারে লেখা ‘‘বর্তমানে আমরা মণ্ডল সভাপতির দায়িত্বে কাজ করছি। এর আগেও বিভিন্ন দায়িত্বে কাজ করেছি, এমনকি নিজের বিধানসভায় ২০২১-এ কাজ করেও সময় বার করে চুঁচুড়ায় গিয়ে লকেট চ্যাটার্জীর হয়ে প্রচার করেছি। ৫ বছর উনি নিজে আমাদের মন্ডলে প্রায় আসেইনি তাতে আমাদের কি দোষ?’’ লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে ক্ষোভ এই প্রথম নয়। এর আগেও তাঁর বিরুদ্ধে পোস্টার পড়েছে। যতবার পোস্টার পড়েছে ততবারই লকেট দাবী করেছেন এসব তৃণমূলের কাজ। তবে বিজেপি সূত্রের খবর, প্রার্থী ঘোষণার পর থেকেই নিচুতলার নেতা কর্মীদের একাংশের ক্ষোভ দেখা যাচ্ছে। পাঁচ বছর হুগলির সাংসদকে দেখা যায়নি বলে অভিযোগ।