প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: বিজন
পাড়ায় বাঁশ পড়লেই মন খুশিতে ভরে উঠত। কাঠামোয় মাটির প্রলেপ পড়তেই হাতে দিন গোনা শুরু হত। শরতের আকাশ, শিউলি ফুল ছাড়াও বাঙালির ঘরে পুজো আসত পুজোসংখ্যার হাত ধরেও। পরিবারের খুদে থেকে বড়রা, অপেক্ষায় থাকতেন সকলেই। কাকাবাবু, মিতিন মাসি, ফেলুদাও সঙ্গী হতেন পুজো সফরে। পুজো আসার আগের ছবিটা বেশিরভাগ বা়ড়িতে একরকম ছিল। ডিজিটাল যুগ আর স্মার্ট ফোনের দৌলতে পুজোসংখ্যার এখন অবস্থা কী? এখনও পুজো সংখ্যা বাড়িতে আসে নাকি ই-বইয়ের দৌড়াত্ম্যে জৌলুস হারিয়েছে, খোঁজ নিল আনন্দবাজার অনলাইন।