দাবানল থেমেছে, ঠিক। কিন্তু এখনও ধিক ধিক জ্বলছে আগুন। দিন দশেকের রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণহানি হয়েছে কম করে ২০০। আহত কত, তা এখনও নিশ্চিত করে বলা যাবে না! তার উপর রাস্তায় রাস্তায় অরাজকতার দলিল হয়ে দাঁড়িয়ে রয়েছে ধ্বংসস্তূপ। বৃহস্পতিবার সেই ছবি দেখেই চোখে জল শেখ হাসিনার। জতুগৃহে পরিণত হয়েছে মিরপুর-দশ মেট্রো স্টেশন। সেখানে আবার রেল চলাচল করতে সময় লাগবে সপ্তাহ দুয়েক। আর যাত্রাবাড়ি-সহ আরও যে তিন চারটি স্টেশনে ভাঙচুর হয়েছে, তা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল। স্বাভাবিক হয়ে আগের চেহারায় ফিরতে সময় লাগতে পারে কম করে এক বছর। বিশৃঙ্খলার এই ভয়াবহ ছবি দেখে কান্না চেপে রাখতে পারেননি হাসিনা।