‘শান্তিই সমাধানের রাস্তা বের করে আনবে’, স্বাধীনতা দিবসে মণিপুর নিয়ে বার্তা মোদীর

‘‘দেশ মণিপুরের সঙ্গে আছে,” লাল কেল্লা থেকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৩ ২০:১৩
Share:
Advertisement

দেশের ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে লাল কেল্লায় পতাকা উত্তোলন। মঙ্গলবার প্রথা মেনেই লাল কেল্লায় পতাকা উত্তোলনের পর দীর্ঘ বক্তৃতা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক বিষয়ের মধ্যে নিজের বক্তব্যে উল্লখযোগ্য ভাবে মণিপুরের কথা বলেন তিনি। নরেন্দ্র মোদী বলেন, “কয়েক সপ্তাহ ধরেই ভারতের উত্তর-পূর্বে, বিশেষ করে মণিপুরে যে হিংসা হয়েছে তাতে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। মা, বোনেদের সম্মানহানি হয়েছে। তবে কয়েকদিন ধরে মণিপুর থেকে শান্তির খবর আমরা পাচ্ছি। শান্তির এই বাতাবরণ কায়েম থাকুক। আগামী দিনে এই শান্তিই সমাধানের পথ বের করে আনবে।” মণিপুরে শান্তি স্থাপনে কেন্দ্র-রাজ্য হাতে হাত রেখে কাজ করবে বলেও আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement