ভিডিয়ো সৌজন্যে পিটিআই, সম্পাদনা: সুব্রত
২৫ মার্চ হোলিতে রঙিন হয়ে উঠবে গোটা দেশ। কিন্তু রাধাকৃষ্ণের লীলাক্ষেত্র বলে পরিচিত উত্তর ভারতের ব্রজভূম বা মথুরা-বৃন্দাবনে প্রায় ৪০ দিন ধরে চলে হোলি উৎসব। বসন্ত পঞ্চমী থেকে শুরু হয় উদ্যাপন। মন্দিরের পর মন্দির রাঙা হয়ে ওঠে ফাগে আর পিচকারির রঙে। সারা দেশ তো বটেই, ভারতের বাইরে থেকেও হোলিতে অংশ নিতে আসেন পর্যটকেরা। শুধু মথুরা-বৃন্দাবনই নয়, হোলির আগেই আবির খেলায় মেতে উঠেছেন উত্তরাখণ্ডের কুমায়ুনিরাও।