প্রতিবেদন: সৌরভ ও প্রচেতা, সম্পাদনা: বিজন
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩। আয়োজকের ভূমিকায় ভারত। স্বদেশের ১৪০ কোটির সমর্থন তো রয়েছেই, বিশ্বের আরও ক্রিকেট ভক্তের সমাদরও আদায় করে নিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমন গিল, লোকেশ রাহুল, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজেরা। ক্রিকেটের এই মহাযজ্ঞের মধ্যেই ‘অবহেলা’ নিয়ে প্রশ্ন তুলে দিলেন বাংলার বিশেষ ভাবে সক্ষম ক্রিকেটার। “ক্রিকেটের সবই এক। বিরাট, রোহিতদের যে ভাবে সমর্থন করেন, আমাদেরও করুন,” আর্তি রমেশকুমার যাদবের। অতীতে সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া কথা দিয়েছিলেন, বিশেষ ভাবে সক্ষম ক্রিকেটারদের জন্য পরিকাঠামোর আয়োজন করে দেবেন। সে সব বিশ বাঁও জলে। নিয়ম অনুযায়ী আইসিসি ম্যাচে যে ৩ শতাংশ টিকিট বিশেষ ভাবে সক্ষমদের জন্য রাখা উচিত, তাও পাচ্ছেন না তাঁরা। ভারতের প্রতি নিজের সমর্থন উজাড় করেও তাঁদের প্রতি আরও নজর দেওয়ার জন্য আর্জি জানালেন হাওড়ার রমেশকুমার যাদব।