প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত
ছোট থেকেই মেধাবী বলে নাম। পরিবারের ইচ্ছে মেয়ে বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে।কিন্তু মেয়ের যে সাধ অন্য। ছোটবেলা থেকেই হাতের কাজ আর আঁকাজোকায় পারদর্শী। ফেলে দেওয়া সরঞ্জাম দিয়ে নানা জিনিস বানানোর নেশা তখন থেকেই। পরবর্তীকালে পড়াশোনার জন্য বেছে নেন সেই শিল্পকলাকেই। কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজ আর বরোদার এমএস বিশ্ববিদ্যালয় ঘুরে বর্তমানে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে শিল্পের ইতিহাস নিয়ে পিএইডি করছেন উপাসনা। সেই ২০১৮ সাল থেকে থিমপুজোর কাজ করছেন তিনি। এ বছর বেহালার দু’টি পুজোর থিমের কাজ করছেন তিনি। আনন্দবাজার অনলাইনে থিমশিল্পী উপাসনা চট্টোপাধ্যায়ের জীবন আর তাঁর থিমভাবনার গল্প।