নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে পথশ্রী প্রকল্পের রাস্তা। এই অভিযোগ তুলে গরমে পিচের রাস্তার উপর শুয়ে পড়ে প্রতিবাদ জানালেন স্থানীয় বাসিন্দারা। তার জেরে বন্ধ হয়ে গেল রাস্তার কাজ। এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভার নন্দকুমারের মধ্যপল্লি-মহব্বত নগর এলাকায়। বিক্ষোভকারীদের অভিযোগ, যে ঠিকাদার সংস্থা পথশ্রী প্রকল্পের কাজ করছে তারা নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে। এ নিয়ে মথুরাপুর ২ ব্লকের বিডিও বলেন, ‘‘রাস্তাটি জেলা পরিষদের তহবিল থেকে করা হচ্ছে। আমরা অভিযোগ পেয়েছি। তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’’