elephant

Elephant: মুর্তি নদীতে ভেসে যাচ্ছিল হস্তিশাবক, দেখতে পেয়ে বাঁচাল বনদফতর

সোমবার পানঝোরার বাসিন্দারা দেখতে পান মূর্তিতে ভাসছে মাসখানেকের একটি হস্তিশাবক। কিছু ক্ষণের মধ্যে ওই এলাকায় ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনকর্মীরা।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ০১ অগস্ট ২০২২ ২০:২৩
Share:
Advertisement

নদীতে ভেসে যাচ্ছিল একটি হস্তিশাবক। নদী থেকে সেটাকে উদ্ধার করলেন গ্রামবাসীরা। সোমবার এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ির পানঝোরা এলাকায়।

সোমবার পানঝোরা এলাকার বাসিন্দারা দেখতে পান মূর্তি নদীতে ভাসছে মাসখানেক বয়সের একটি হস্তিশাবক। কিছু ক্ষণের মধ্যে ওই এলাকায় ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনবিভাগের চালসা রেঞ্জ এবং খুনিয়া স্কোয়াডের কর্মীরা। স্থানীয় মানুষের সহযোগিতায় বনকর্মীরা হস্তিশাবকটিকে উদ্ধার করে গরুমারা নর্থ রেঞ্জে নিয়ে যায়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, রবিবার রাতে একটি বুনো হাতির দল চাপড়ামারি বনাঞ্চল থেকে মুর্তি নদী পেরিয়ে কিলকোট চা বাগানে ঢোকে। মনে করা হচ্ছে, ওই দলেই ছিল এই হস্তিশাবকটি। সেই সময় নদীতে জল কম ছিল। কিন্তু রাতে প্রবল বর্ষণে নদীর জল বেড়ে যায়। ভোর রাতে ফেরার পথে হস্তিশাবকটি সম্ভবত জলের স্রোতে ভেসে যায়।

Advertisement

খুনিয়া স্কোয়াডোর রেঞ্জার প্রদ্যোত সরকার ফোনে বলেন, ‘‘হস্তিশাবকটি মাস দেড়েকের। প্রাথমিক ভাবে সেটিকে উদ্ধার করে গরুমারা নর্থ রেঞ্জে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে চাপড়ামারি বনাঞ্চলে ফিরিয়ে এনে দলের সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কারণ হাতির দলটি বর্তমানে চাপড়ামারিতে রয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement