প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: সৈকত
শীত পড়তে না পড়তেই ঘরে ঘরে বাচ্চাদের জ্বর, সর্দি-কাশি। এমনকি নিউমোনিয়াতেও আক্রান্ত হচ্ছে তারা। উৎসবের মরসুম শেষ, ইতিমধ্যেই বাচ্চাদের স্কুল খুলে গেছে। বেশিরভাগ অভিভাবক শিশুদের গরম জামায় মুড়ে রাখেন যাতে ঠান্ডা না লেগে যায়। কিন্তু সেখানেই বিপত্তি! অতিরিক্ত গরম জামা পরিয়ে রাখলে ঘেমে ওঠে শিশু, ঘাম থেকেই ঠান্ডা লেগে যায় বলে জানালেন শিশুরোগ বিশেষজ্ঞ। বাড়ির শিশুটিকে শীতে সুস্থ রাখতে কী করবেন, সেই বিষয়েও পরামর্শ দিলেন।