ভিডিও এডিটিং : সুব্রত গোস্বামী
সত্তরের দশকে পার্থ চট্টোপাধ্যায়ের রাজনৈতিক জীবন শুরু আশুতোষ কলেজ থেকে। কলেজে পা রেখেই ছাত্র পরিষদের সদস্য হন। অল্প সময়েই হয়ে ওঠেন ছাত্র সংসদের নেতা। পরে রাজনীতির সঙ্গে যোগাযোগ ছিন্ন করে চাকরিতে যোগদান। ১৯৯৮ সালে মমতার ডাকে বেসরকারি সংস্থার বড় বেতনের চাকরি ছেড়ে আবার রাজনীতিতে। যোগ দেন তৃণমূলে। বিরোধী দলনেতা, মন্ত্রিত্ব, বিতর্ক, দুর্নীতির অভিযোগে গ্রেফতার— পার্থের রাজনৈতিক জীবনের নানা উত্থানপতনের কাহিনি।