প্রতিবেদন: প্রচেতা , সম্পাদনা: অলোক
শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় আলিপুর আদালতে সোমবার হাজির করানো হল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থ, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ মোট ৭ জনের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক। প্রেসিডেন্সি জেল থেকে অনেক দিন পরেই সশরীরে আদালতে হাজিরা দিতে প্রকাশ্যে এলেন পার্থ। আদালতে যাওয়ার পথেই সাংবাদিকদের মুখোমুখি হন পার্থ। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়। প্রশ্ন শুনে মেজাজ হারালেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সাংবাদিকদের উদ্দেশে আঙুল উঁচিয়ে বললেন, ‘‘চুপ করে থাকুন!’’