মহালয়ায় জন্ম। তাই নাম মহামায়া। মহামায়া বিশ্বাস। হুগলির চুঁচুড়ার চাঁপাহাটি গ্রামে সিদ্ধেশ্বরী প্রাথমিক বিদ্যালয়। সেখানেই প্রায় ১১ বছর ধরে সহকারী শিক্ষিকার দায়িত্ব পালন করে আসছেন মহামায়া। অতিমারির সময়েও নিয়মিত স্কুটি চালিয়ে স্কুলে এসেছেন। তবে শুধু পড়ানোতেই থেমে থাকে না তাঁর রোজের রুটিন। প্রায় আশি শতাংশ সংখ্যালঘু অধ্যুষিত গ্রামে সবার ‘বড়দিমণি’ হয়ে উঠেছেন তিনি। পড়ুয়াদের নিজের হাতে খাওয়ানো, তাদের বইপত্রের ব্যবস্থা করা থেকে শুরু করে তাদের পরিবারের খেয়াল রাখা বা আর্থিক সমস্যায় পড়লে সামলানো। চাঁপাহাটি গ্রামে সমষ্টি উন্নয়নের ভাবনাও ঘোরে মহামায়ার মাথায়। স্কুলের পাশাপাশি গোটা এলাকার দায়িত্ব কাঁধে তুলে নিয়ে ঊনচল্লিশের মহামায়া যেন সত্যিই দশভুজা।