RG Kar Protest

‘মা, মা করে মেয়ে কত ডেকেছিল...শুনতে পাইনি’, আরজি করে বললেন নির্যাতিতার মা, প্রশ্ন বাবারও

বুধবার সন্ধ্যায় মেয়ের একদা কর্মস্থল আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এসেছিলেন তাঁর মা, বাবা। সেখানে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দেখা করেন। তোলেন একাধিক প্রশ্ন।

আনন্দবাজার অনলাইন প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১৭:০৫
Share:
Advertisement

আরজি কর হাসপাতালের সেমিনার রুমে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পর কেটে গিয়েছে বেশ কয়েকটি দিন। তরুণী সেই চিকিৎসক আর স্টেথো গলায় ঝুলিয়ে আরজি করের আপাত পরিচিত অলিন্দে হাঁটবেন না। মেয়েকে ঘিরে দেখা হাজারো স্বপ্ন বুকে নিয়ে কেবল বেঁচে থাকবেন মা-বাবা। কিন্তু তা তো হল না। ঘটনার ২৭ দিন পর সেই আরজি করই সদ্য মেয়ে-হারা মা, বাবাকে ফিরিয়ে দিল লক্ষ লক্ষ সন্তান। সব ভুলে যাঁরা নির্যাতিতার সুবিচারের দাবিতে পথে নেমেছেন। অশ্রুসজল বাবা, মা কথা বললেন আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে। আবেদন করলেন, সুবিচার না মেলা পর্যন্ত যেন আন্দোলন না থামানো হয়। নির্যাতিতার মা, বাবার সেই আবেদনে আকাশ-বাতাস কাঁপিয়ে স্লোগান উঠল, ‘সুবিচার না মেলা পর্যন্ত রাজপথ ছাড়ছি না’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement