প্রতিবেদন: সৌরভ
সুষ্ঠু ভোটের জন্য প্রতি ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী রাখার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। অন্য দিকে, আইজি বিএসএফ এবং কেন্দ্রীয় বাহিনীর কোঅর্ডিনেটরের প্রস্তাব ছিল, প্রতি বুথে অন্তত হাফ সেকশন অর্থাৎ চার জন সক্রিয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করতে হবে। তবে শুক্রবার রাত পর্যন্ত অর্ধেক বুথেও প্রস্তাবিত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যায়নি। আশঙ্কা সত্যি প্রমাণ করে এ দিন সকালে ভোট শুরুর সময় অনেক বুথেই কেন্দ্রীয় বাহিনীর দেখা নেই। বালির সাপুইপাড়া এফপি স্কুলের বুথে দেখা গেল দু’জন সশস্ত্র মহিলা পুলিশকর্মীর নজরদারিতে ভোট চলছে। ভোটারদের লাইন সামলাচ্ছেন সিভিক ভলান্টিয়ার। ক্ষুব্ধ বিরোধী সিপিএম প্রার্থী কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার ব্যাপারে পুলিশ আধিকারিকদের প্রশ্ন করলে তাঁরা কোনও জবাব দেননি বলে অভিযোগ।