প্রতিবেদন: রিঙ্কি, চিত্রগ্রহণ: অতনু, সম্পাদনা: সৈকত
কালীপুজো মানেই আতসবাজি, আর বাচ্চাদের আতসবাজি থেকে দূরে রাখা কঠিন। কিন্তু আতসবাজির সঙ্গে জুড়ে থাকে দূষণ, আর দূষণের ফলে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগতে হয় অনেক শিশুকে। তা ছাড়া, বাজি পোড়াতে গিয়ে ছোটখাট দুর্ঘটনা ঘটেই থাকে। সেই সব পরিস্থিতিতে কী করবেন? জানাচ্ছেন শিশুরোগ বিশেষজ্ঞ মিহির সরকার।