প্রতিবেদন: সুদীপ্তা , সম্পাদনা: সৈকত
পেঁয়াজের দাম বাড়ছে। এই সময় প্রত্যেক বছরই পেঁয়াজের দাম বাড়ে। কারণ পেঁয়াজ পচনশীল, বৃষ্টির জলে সহজে পচে যায়। তবে এ বছর দাম যেন অস্বাভাবিক হারে বাড়তে শুরু করেছে। গত দশ দিনে পেঁয়াজের দাম বেড়ে গিয়েছে প্রায় ৫০ শতাংশ। দশ দিন আগে পেঁয়াজের দাম ছিল ২০ থেকে ২২ টাকা প্রতি কেজি। আর এখন বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা প্রতি কেজি। তাতেই চিন্তায় ক্রেতা থেকে বিক্রেতা উভয় মহলই।