প্রতিবেদন: প্রচেতা ও প্রিয়ঙ্কর, সম্পাদনা: সৈকত
অযোধ্যা সেজে উঠেছে নতুন সাজে। ‘রামলালা’র প্রাণ প্রতিষ্ঠার মাহেন্দ্রক্ষণের দিকে তাকিয়ে ভক্তকূল। সেই নব নির্মীয়মান মন্দিরের এক কিলোমিটারের মধ্যেই রয়েছে আরও অনেক রাম মন্দির। যার বয়স অনেক। কিন্তু কারোর আগ্রহ নেই পুরনো মন্দির নিয়ে। অযোধ্যার রূপ পাল্টেছে। ভক্তির রঙ লেগেছে। তাই দাম বেড়েছে জমির। সাধারণ বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। সরকারের সহযোগিতা চাইছেন, যাতে পুরনো মন্দিরগুলির জমি বেদখল না হয়ে যায়। তাঁদের একটাই চাহিদা, ‘রামের’ ভূমি তাঁরই থাক। মাফিয়াদের হাতে যেন না পড়ে।’