জগন্নাথ, বলরাম বা সুভদ্রা নয়, প্রথা ভেঙে রথে চাপেন রাধাগোবিন্দ! ৭০ বছরের রীতি মেনে এ ভাবেই রথযাত্রা উৎসব পালিত হয় রায়গঞ্জের দেবীতলায়।
স্বাধীনতার আগে পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমার রাজাপুর গ্রামের বাসিন্দারা রথযাত্রার দিনে রাধাগোবিন্দের বিগ্রহ রথে চাপিয়ে উৎসব পালন করতেন। দেশভাগের পর ও পার বাংলা থেকে এ পারে আসার সময় রাধাগোবিন্দের সেই বিগ্রহ নিয়ে এসে দেবীতলায় স্থাপন করা হয়।
পূর্ববঙ্গের সেই রীতি মেনেই রথযাত্রা উৎসব পালন হয় দেবীতলায়। যেখানে রথে আসীন হন শুধু রাধাগোবিন্দ। থাকেন না জগন্নাথ-বলরাম-সুভদ্রা। তবে দিনবদলের সঙ্গেই বদলে গিয়েছে রথের অবয়ব। আগেকার বাঁশের রথ এখন হয়েছে কাঠের।