Rathaytra

রথ থাকলেও জগন্নাথ, বলরাম, সুভদ্রা নেই দেবীতলায়! মাসির বাড়ি যান না রাধাগোবিন্দও

জগন্নাথ, বলরাম বা সুভদ্রা নয়, প্রথা ভেঙে রথে চাপেন রাধাগোবিন্দ! ৭০ বছরের রীতি মেনে এ ভাবেই রথযাত্রা উৎসব পালিত হয় রায়গঞ্জের দেবীতলায়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ জুন ২০২২ ২০:০১
Share:
Advertisement

জগন্নাথ, বলরাম বা সুভদ্রা নয়, প্রথা ভেঙে রথে চাপেন রাধাগোবিন্দ! ৭০ বছরের রীতি মেনে এ ভাবেই রথযাত্রা উৎসব পালিত হয় রায়গঞ্জের দেবীতলায়।

স্বাধীনতার আগে পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমার রাজাপুর গ্রামের বাসিন্দারা রথযাত্রার দিনে রাধাগোবিন্দের বিগ্রহ রথে চাপিয়ে উৎসব পালন করতেন। দেশভাগের পর ও পার বাংলা থেকে এ পারে আসার সময় রাধাগোবিন্দের সেই বিগ্রহ নিয়ে এসে দেবীতলায় স্থাপন করা হয়।

Advertisement

পূর্ববঙ্গের সেই রীতি মেনেই রথযাত্রা উৎসব পালন হয় দেবীতলায়। যেখানে রথে আসীন হন শুধু রাধাগোবিন্দ। থাকেন না জগন্নাথ-বলরাম-সুভদ্রা। তবে দিনবদলের সঙ্গেই বদলে গিয়েছে রথের অবয়ব। আগেকার বাঁশের রথ এখন হয়েছে কাঠের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement