ISRO

চন্দ্রাভিযানের সঙ্গে জুড়ল মছলন্দপুরের নীলাদ্রির নাম

মছলন্দপুরের রাজবল্লভপুর হাই স্কুলের প্রাক্তন ছাত্র নীলাদ্রি মৈত্র। তিনি ইসরোয় কর্মরত। ইসরোর তৃতীয় চন্দ্রাভিযানের উৎক্ষেপণ পর্বের সাক্ষী তিনি।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
মছলন্দপুর  শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৩ ১৮:৩১
Share:
Advertisement

ইসরোর তৃতীয় চন্দ্রাভিযানের সঙ্গে জুড়ল এ রাজ্যের নাম। দেশের তৃতীয় চন্দ্রাভিযানে শামিল উত্তর ২৪ পরগনা জেলার মছলন্দপুরের বাসিন্দা নীলাদ্রি মৈত্র। ইসরোর কর্মী নীলাদ্রি। সেই সূত্রেই এই অভিযানের সঙ্গে যোগসূত্র গড়ে উঠেছে তাঁর। নীলাদ্রির কৃতিত্বে খুশি তাঁর পরিবার এবং পরিচিতরা।

মছলন্দপুরের রাজবল্লভপুর হাই স্কুলের প্রাক্তন ছাত্র নীলাদ্রি। তিনি চাকরি করেন ইসরোতে। বর্তমানে কেরলে কর্মরত। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৃতীয় চন্দ্রাভিযানের উৎক্ষেপণ পর্বের সাক্ষী নীলাদ্রি। যুক্ত ছিলেন ওই কর্মযজ্ঞে। নীলাদ্রির পরিবারের সদস্যদের মারফত সেই খবর জানতে পারেন মছলন্দপুরের বাসিন্দারা। গত শুক্রবার চন্দ্রযান-৩-এর সফল উৎক্ষেপণের খবর এলাকায় ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে এলাকার তরুণ নীলাদ্রির কৃতিত্বে খুশি মছলন্দপুরের বাসিন্দারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement