প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ: সুব্রত, সম্পাদনা: সৈকত
দুর্গাপুজোয় ইউনেস্কোর আন্তর্জাতিক স্বীকৃতি এবং কলকাতা ট্রাম চলার ১৫০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে পুজোর শহরে চলবে বিশেষ ট্রাম। কলকাতার সঙ্গে ট্রামের সম্পর্ক বহু পুরনো। সেই ঐতিহ্যের কথা মাথায় রেখেই পরিবহণ নিগম এই বিশেষ উদ্যোগ নিয়েছে। টালিগঞ্জ থেকে শুরু করে বালিগঞ্জ ডিপোতে গিয়ে শেষ হবে যাত্রা। দক্ষিণের অনেক ঠাকুর দেখাই সম্ভব হবে এই ট্রামে চেপে। ট্রামের প্রতিটি বগিতে আলপনা দেওয়া। রয়েছে বেতের আসবাবপত্র, সঙ্গে চোখধাঁধানো আলোকসজ্জা। ট্রামের বগিগুলিও যথেষ্ট বিলাসবহুল। তবে ভাড়া সাধারণই।