প্রতিবেদন: অলোক ও রাহুল, চিত্রগ্রহণ: অভ্র রায়, সম্পাদনা: অলোক
দুর্গাপুজোর আবহে থ্রিলার ছবি ‘রক্তবীজ’ নিয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আর এই ছবির সুবাদে বাংলা ছবিতে এই প্রথম বার গান গাইছেন ‘নন্দী সিস্টার্স’। অন্তরা এবং অঙ্কিতা নন্দী, যাঁদের গোটা দেশ চেনে ‘নন্দী সিস্টার্স’ বলেই। ‘রক্তবীজ’ ছবিতে ‘নাক্কু নাকুড় না যাও ঠাকুর’ গানটি গেয়েছেন তাঁরা। প্রসঙ্গত, অন্তরা এ আর রহমানের সঙ্গেও কাজ করে এসেছেন। গান গেয়েছেন ‘পোন্নিয়িন সেলভান ১’ ছবিতে। এ বার আনন্দবাজার অনলাইনের মুখোমুখি দুই বোন।