সমাজের দাগিয়ে দেওয়া গণ্ডিতেই আটকে থাকে পরিচিতি। আর সেই চেনা দাগের বাইরে গেলেই জোটে কটাক্ষ। কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি আয়োজিত ‘লার্ন টুগেদারনেস’ উৎসবের এক সন্ধ্যায় উঠে এল অন্য স্বরের সদর্প ভাষণ। ‘বাক্সবন্দি’ লিঙ্গপরিচয়ের ছক কী ভাবে বহুমাত্রিক সমাজে স্বাভাবিক যাতায়াতকে রুদ্ধ করে, তা নিয়ে আলোচনায় যোগ দিলেন অভিনেত্রী শোলাঙ্কি রায়, বিজ্ঞাপন নির্মাতা কাঞ্চন দত্ত, সমাজকর্মী বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় এবং অভিরূপ মুখোপাধ্যায়। সঞ্চালনায় ছিলেন শিল্পী সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়। উৎসবের অঙ্গ হিসাবে চলছে ছবির প্রদর্শনী, যাতে স্পষ্ট ছকভাঙা যাপনের মুক্তস্বর। উৎসব চলবে ৫ জুলাই পর্যন্ত।