প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: বিজন
বঙ্গে বর্ষামঙ্গল। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে উত্তরে ঢুকে পড়ল প্রতিক্ষিত বর্ষা। এবার কেরলেও বর্ষা আসতে খানিক দেরিই হয়েছে। দেরি হল বঙ্গেও। নির্ধারিত সময়ের ৫ দিন পর, সোমবার থেকে উত্তরবঙ্গে শুরু হল ‘বর্ষাকাল’। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী জুনের দ্বিতীয় সপ্তাহে উত্তরবঙ্গ স্বস্তির বারিধারা পেলেও আরও কয়েকদিন অস্বস্তিতেই থাকবে দক্ষিণবঙ্গ। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের কথায়, দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত বর্ষা আসার মতো অনুকূল পরিবেশ তৈরি হয়নি। তাই বর্ষা আসতে এখনও ঢের দেরি। উল্টে, চলবে তাপপ্রবাহ। আলাদা করে সতর্কতা জারি করা হল পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানের মতো পশ্চিমের জেলাগুলোতে। দক্ষিণবঙ্গে কবে আসবে বর্ষা? এখনও কোনও আশার আলো দেখাতে পারেনি মৌসম ভবন।