Shami

ক্রীড়াক্ষেত্রে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান, ‘অর্জুন’ পুরস্কার পাচ্ছেন শামি

বিশ্বকাপে ব্যক্তিগত নজির গড়ে অর্জুন সম্মানের দাবিদার বাংলার ক্রিকেটার মহম্মদ শামি।

সম্পাদনা: সৈকত

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩ ১৮:৫৫
Share:
Advertisement

৭ ম্যাচে ২৪ শিকার। ইকোনমি ৫.২৬। সেরা বোলিং পারফরম্যান্স নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে, ৫৭ রান দিয়ে ৭ উইকেট। দলের জোরে বোলারের এমন পারফরম্যান্সের পরও বিশ্বকাপ হাতছাড়া হয়েছে ভারতের। তবে ব্যক্তিগত নজির গড়ে ‘অর্জুন’ সম্মানে সম্মানিত হতে চলেছেন মহম্মদ শামি। সংবাদসংস্থা প্রকাশিত খবর অনুযায়ী, ক্রিকেট থেকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান ‘অর্জুন’ পুরস্কারে পুরস্কৃত হতে চলেছেন বাংলার এই ক্রিকেটার। ২২ গজ থেকে সবার প্রথম এই সম্মান অর্জন করেছিলেন সেলিম দুরানি। ১৩ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ২৯ টেস্ট খেলে ‘অর্জুন’ পুরস্কার পেয়েছিলেন এই অলরাউন্ডার। পরবর্তীতে প্রাক্তন ভারতীয় অধিনায়ক মনসুর আলি খান পটৌডি থেকে শুরু করে সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, রোহিত শর্মাও ‘অর্জুন’ সম্মানে সম্মানিত হয়েছেন। শেষ বার ‘অর্জুন’ সম্মান অর্জন করেছিলেন ভারতীয় ব্যাটার শিখর ধাওয়ান। ১৯৯৭ সালে ‘অর্জুন’ পুরস্কার পেয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের পরে বাংলা থেকে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে এই সম্মান পেতে চলেছেন মহম্মদ শামি। ‘অর্জুন’ পুরস্কারের জন্য শামির নাম প্রস্তাব করা হয়েছে বলেই খবর সূত্রের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement