গণপ্রহারের মত ঘটনা রুখতে নয়া আইন আনল কেন্দ্র। যার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। সর্বনিম্ন, যাবজ্জীবন সঙ্গে আর্থিক জরিমানা। ভারতীয় দণ্ডবিধিতে গণপ্রহার নিয়ে এত দিন আলাদা কোনও বিধান ছিল না। তাই অনেক সময় গণপ্রহারে অভিযুক্তেরা জেল থেকে ছাড়া পেয়ে যেতেন। গত ১ জুলাই দেশ জুড়ে চালু হয়েছে নয়া আইনবিধি। কী সেই আইন?