প্রতিবেদন ও চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর, সম্পাদনা: বিজন
সেন্ট্রাল অ্যাভিনিউ বা আজকের চিত্তরঞ্জন অ্যাভিনিউ। বিডন স্ট্রিটের সংযোগস্থল পেরিয়ে শ্যামবাজারের দিকে এগোতে, যতীন মৈত্র পার্কের একটু আগেই ডান দিক-বাঁ দিকে ঢুকে গিয়েছে নীলমণি মিত্র স্ট্রিট। সেই নীলমণি মিত্রের বংশধর রাজকৃষ্ণ মিত্রের দু’শো বছরেরও বেশি পুরনো বাড়ি ওই গলিতেই। পরিবারের মেয়েরাই এখন বাড়ির দায়িত্বে। তাঁরাই সামলান দু’শো বছরের পুরনো দুর্গাপুজো। কুলদেবতা কৃষ্ণের মতো, এ বাড়ির দুর্গার নৈবেদ্যতে থাকে আচার-বড়ি। গোলাপজল আসে মুসলমান কারিগরের ঘর থেকে। বাড়ির প্রবীণ সদস্যা অনসূয়া মিত্র বিশ্বাস জানাচ্ছেন, তাঁদের ঠাকুরদালানে স্বাগত সব ধর্মের মানুষ। নিরঞ্জনের দিন, মাছ খেয়ে দেবীবরণে নামেন বাড়ির মেয়েরা। এ রকম আরও সব সাবেকি প্রথার গল্প অনসূয়ার মুখে। আর সঙ্গে মিত্রবাড়ির অলিন্দে অলিন্দে ঘুরপাক খাওয়া পুরনো স্মৃতি রোমন্থন।