আরজি করের ঘটনা কিছুতেই মন স্থির রাখতে দিচ্ছে না, সোহিনী সেনগুপ্ত মনে করেন সমাজে বাড়তে থাকা অসহিষ্ণুতা আর হিংসা থামাতে না পারলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো যাবে না। মীর শোনাচ্ছেন তাঁর মেয়ের কথা। দিল্লির কলেজে পড়তে যাওয়ার সময় তাঁকে বলেছিলেন, “যেখানে সেখানে যেয়ো না, ওই শহরটা কলকাতা নয়।” মীর বলছেন, “এখন আমি আশ্বস্ত বোধ করি এটা ভেবে যে ও দিল্লিতে আছে।” তবে সবটাই হতাশা নয়। মীরকে আশার আলো দেখিয়েছেন মিছিলে আটকে পড়া সেই সব গাড়িচালকেরা, যাঁরা ট্র্যাফিক জ্যামে বিরক্ত হয়ে অসহিষ্ণুতার হর্ন বাজাচ্ছেন না।” আবার ১৪ অগস্টের ‘রাত দখল’ সোহিনীকে ভরসা জোগাচ্ছে, “মানুষ এখনও হাতে হাত রেখে বেঁচে আছেন।”