শেষ কয়েক বছর ধরে অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যের দেখভাল করতেন হরেন অধিকারী এবং শম্ভু। প্রতি দিনের মতোই বৃহস্পতিবার সকালেও প্রাতরাশ সারেন বুদ্ধদেব। তার পর থেকেই শ্বাসকষ্টের সমস্যা বৃদ্ধি পায়। হরেন এবং শম্ভু বাইপ্যাপ দেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। কিন্তু অবস্থার উন্নতি হয়নি। চিকিৎসকেদের সঙ্গে পরামর্শ করেন তাঁরা। কিন্তু তত ক্ষণে সব শেষ। তাঁরা জানাচ্ছেন, অসুস্থ বুদ্ধদেব ডুবে থাকতেন রবীন্দ্রসঙ্গীতে। তবে, তিনি যখন খানিক সুস্থ, তখন হরেন, শম্ভুদের সঙ্গে গল্পগুজবও করতেন বুদ্ধদেব। হরেনদের দাবি, তাঁরা সঠিক সময়ে খাওয়াদাওয়া করছেন কি না, তা নিয়েই ছিল বুদ্ধদেবের চিন্তা।