Asok Kumar Ganguly

অবসরপ্রাপ্ত বিচারপতি বনাম মেয়র, সাংবাদিক বৈঠকের মধ্যেই ফোনে বাদানুবাদ দু’পক্ষের

কলকাতা পুরসভা এলাকায় বেআইনি নির্মাণ নিয়ে সাংবাদিক বৈঠক করছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়-সহ নাগরিক সমাজের বেশ কিছু পরিচিত মুখ। তখন আচমকাই তাঁর মোবাইলে ফোন আসে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের!

প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৪ ১৯:২৬
Share:
Advertisement

সম্প্রতি গার্ডেনরিচে বেআইনি বহুতল ভেঙে পড়ায় ১২ জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার কলকাতার প্রেস ক্লাবে ‘কনসার্নড সিটিজ়েনস অফ কলকাতা’-র ব্যানারে শহর বেআইনি নির্মাণ নিয়ে সাংবাদিক বৈঠক করছিলেন নাগরিক সমাজের বেশ কিছু পরিচিত মুখ। উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়, কবি মন্দাক্রান্তা সেন-সহ অনেকে। প্রশাসনের নাকের ডগায় যে ভাবে একের পর এক বেআইনি নির্মাণ হয়ে চলেছে, তা নিয়ে সরব হয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বেআইনি নির্মাণের নেপথ্যে সিন্ডিকেট চক্রেরও অভিযোগ তুলছিলেন তিনি। তাঁর বক্তব্য শেষ হওয়ার পরেই আচমকাই তাঁর মোবাইলে ফোন করেন মেয়র ফিরহাদ হাকিম। দু’জনের মধ্যে মিনিট চারেকের কথা কাটাকাটিও হয়। ফোনের ও পারে ফিরহাদ কী বলেছেন, তা যদিও শোনা যায়নি। পরে আনন্দবাজার অনলাইনের কাছে অবসরপ্রাপ্ত বিচারপতির সঙ্গে ফোনালাপের কথা স্বীকার করে নেন মেয়র। কী বলছেন তিনি?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement