প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত
ডেঙ্গি বাড়ছে শহরে। বুধবার কলকাতা পুরসভার অধীনস্থ ১৬টি বোরো-র স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠকে বসলেন মেয়র ফিরহাদ হাকিম ও ডেপুটি মেয়র অতীন ঘোষ। এই মুহূর্তে প্রায় ৩,৭০০ জন নাগরিক ডেঙ্গি আক্রান্ত বলে জানান অতীন ঘোষ। ডেঙ্গি মোকাবিলায় এ দিনের বৈঠকে নেওয়া এক গুচ্ছ সিদ্ধান্তের কথা জানান ডেপুটি মেয়র। জানালেন, পুরসভার তরফ থেকে শীঘ্রই চালু করা হবে একটি হেল্পলাইন নম্বর। রাজ্য সরকারের পরিসংখ্যানের সঙ্গে মিলছে না পুরসভার দেওয়া তথ্য? অতীন ঘোষের সাফাই, যেহেতু প্রতি সপ্তাহেই পুরসভা রিপোর্ট প্রকাশ করে, তাই তাদের দেওয়া রিপোর্টে সংখ্যাটা কোনও কোনও সময় একটু কম থাকে। তবে শহরে যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে সে কথা স্বীকার করে নিলেন তিনি।