প্যারিস অলিম্পিক্সে বিরল কীর্তি গড়লেন ২২ বছরের তরুণ অ্যাথেলিট হরিয়ানার মনু ভাকের। প্রথমত, প্রথম মহিলা শুটার হিসাবে অলিম্পিক পদক জয়। দ্বিতীয়ত, একই অলিম্পিক প্রতিযোগিতায় জোড়া পদক জয়ী অ্যাথলিট — দুই বিরল কৃতিত্বই নিজের দখলে রাখলেন মনু। পদকজয়ী অলিম্পিয়ানের বক্তব্য, “আমি গীতা পড়েছি। ফাইনালের একেবারে শেষ মুহূর্তে সেই কথাই ভাবছিলাম। শুধু নিজের কাজটা করেছি। বাকিটা নিয়তির হাতে ছেড়ে দিয়েছি। গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ‘কর্ম করে যাও, ফলের আশা কোরো না।’ সেটাই করার চেষ্টা করেছি।”