সময়ের অনেকটা আগেই মুকুল এসেছে বিভিন্ন আম বাগানে। চাষিদের আশা, এর ফলে সময়েই আগেই পাকতে শুরু করবে আম। চলতি বছরে এমনই ব্যতিক্রমী ছবি দেখা গিয়েছে মালদহে। মালদহ জেলা উদ্যান পালন দফতর সূত্রে জানা গিয়েছে, এই বছর সময়ের প্রায় ২০ দিন আগে মালদহের বাগানগুলিতে আমের মুকুল দেখা গিয়েছে। ওই দফতরের আধিকারিকদের মতে, চলতি বছরের আবহাওয়ার হেরফেরের জন্যই ঘটেছে এমন ব্যতিক্রমী ঘটনা। তাঁদের মতে, ঠান্ডা নেই। ফেব্রুয়ারি মাস থেকেই বাড়ছে তাপমাত্রা। তাই বাগানগুলিতে আমের মুকুল চলে এসেছে বেশ কিছুটা আগেই। এর ফলে আমও আগেই পাকবে বলে ধারণা তাঁদের। চাষিদের আশা, ঝড়, শিলাবৃষ্টি বা অন্য কোন প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে এর জেরে কিছুটা হলেও লাভবান হবেন তাঁরা।