বুধবার সকালে অমৃতসরের স্বর্ণ মন্দির-গেটে তুলকালাম। ‘তঙ্খাইয়া’ বা ধর্ম অবমাননায় দোষী বাদল। সাজা হিসাবে, কী কী দোষ করেছেন তা প্ল্যাকার্ডের মতো গলায় ঝুলিয়ে রাখতে হয়। সেবাদারের নীল পোশাক পরতে হয়। স্বর্ণ মন্দিরে শৌচাগার সাফাই, পাহারাদারির মতো কাজ করতে হয় অপরাধীকে। সেই মতোই কাজ করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদল। সে সময়ই আচমকা আততায়ীর গুলি। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন বাদল। হামলাকারীকে ধরে ফেলে জনতা। কিন্তু কেন এই হামলা?