সম্পাদনা: সৈকত
এক দেশ এক ভোটে সায় নেই, স্পষ্ট জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তৃণমূলের চেয়ারপার্সন হিসাবে নির্বাচন কমিশনকে লেখা চিঠিতে নিজের অসম্মতির কথা জানিয়েছেন তিনি। তাঁর যুক্তি, ভারত একটি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দেশ। এখানে এক একটা সময় এক এক রাজ্য ভোট হয়। আবার কখনও একসময়েই পাঁচ রাজ্যে ভোট হয়। একসঙ্গে নির্বাচন করলে তাঁর ব্যক্তিগত কোনও সমস্যা নেই। তবে যে রাজ্য সংখ্যাগরিষ্ঠ সরকার তৈরি হচ্ছে না, সেই রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। তাঁর প্রশ্ন, ভারত সরকারই যদি পড়ে যায় তাহলে রাজ্যের সরকারগুলোর কী হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট কথা, “আমাদের দেশ প্রজাতান্ত্রিক দেশ। রাজ্য এবং কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনেই কাজ করা উচিত নির্বাচন কমিশনের।”