প্রতিবেদন: সুদীপ্তা
কলকাতা থেকে ৯০০ কিলোমিটার দূরে নরেন্দ্র মোদী যখন অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা করছেন, তখন রাজপথে মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়। ২২ জানুয়ারি ‘সংহতি যাত্রা’ করবেন, নবান্ন থেকে এই ঘোষণা আগেই করেছিলেন তিনি। সোমবার রামমন্দির উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরই কালীঘাটে পুজো দিয়ে ‘সংহতি যাত্রা’য় মমতা বন্দ্যোপাধ্যায়। হাজরা থেকে শুরু হওয়ার পর তা বালিগঞ্জ ফাঁড়ি হয়ে পার্কসার্কাস পর্যন্ত মিছিল করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এই যাত্রাপথে গুরুদ্বার, গির্জা এবং মসজিদে যাওয়ার কথাও রয়েছে তাঁর। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সংহতি মিছিলে সামনের সারিতেই ছিলেন ধর্মগুরুরা। হেঁটেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।