পুরুষ এবং নারী— একই সঙ্গে উভয়ের প্রতি অনেকেই গভীর আকর্ষণ অনুভব করেন। সব সময় সে আকর্ষণ যে যৌনতায় মোড়ানো থাকে, এমন নয়। নিখাদ ভাললাগাও থাকে। অনেকে বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গে সম্পর্কে থেকেও সমলিঙ্গের কোনও মানুষের প্রতি আচ্ছন্ন হয়ে পড়েন। আর তখনই শুরু হয় নিজের সঙ্গে নিজের দ্বন্দ্ব। নিজেকে নিয়ে তৈরি হয় সংশয়— ‘আমি বাই-সেক্সুয়াল! লোকে কী বলবে।’’ তেমনই কিছু সংশয়ে জড়ানো অনুভূতি নিয়ে সোমবার আনন্দবাজার অনলাইনের ফেসবুক ও ইউটিউবে আলোচনায় বসলেন মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়।প্রতি পর্বের আগেই অনুত্তমার কাছে পাঠানো যাবে প্রশ্ন। এই পর্বেও বিভিন্ন মানুষের কাছ থেকে ই-মেল তেমনই কিছু প্রশ্ন পেয়েছিলেন মনোবিদ।