শুক্রবার সকালে ভোটের প্রচারে বেরিয়েছিলেন সায়নী ঘোষ। সঙ্গে ছিলেন বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সর্দার। হুডখোলা গাড়ির উপর প্রার্থী, রাস্তার দু’ধারে ইতিউতি দাঁড়িয়ে পথচলতি মানুষ। প্রার্থী তাঁদের উদ্দেশে হাত নাড়ছেন। কেউ বা এগিয়ে এসে হাত মিলিয়ে নিচ্ছেন তৃণমূলের যুব সভানেত্রীর সঙ্গে। এর মাঝে হঠাৎই ছন্দপতন। মাঝেরপুকুর এলাকায় স্থানীয়দের প্রশ্নের মুখে পড়লেন প্রার্থী। সায়নীকে সামনে পেয়ে পানীয় জলের সমস্যা আর বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রবীণা। “সবাই কল পেয়েছে, অনেকে দু’টো করেও পেয়েছে, কিন্তু আমরা পাইনি। কেন? আমরা কি মমতাকে ভোট দিই না!” লোকসভা ভোটের প্রার্থীর উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন তিনি। সায়নীর পাল্টা বক্তব্য, “কংগ্রেস-সিপিএম-বিজেপি কেউ বাংলার মানুষের জন্য কাজ করবে না। এখনও পর্যন্ত যা রাস্তা হয়েছে, তৃণমূল করেছে। যা জলের কানেকশন বসেছে, তৃণমূল করেছে।আগামী দিনেও মানুষের জন্য যা কাজ হবে, তা তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ই করবে।” সায়নীর আরও দাবি, তৃণমূলের উপর ভরসা আছে বলেই এলাকার মানুষ তাঁর কাছে তাঁদের অসুবিধার কথা জানাচ্ছেন।