Swastika Mukherjee

তালিকা থেকে নাম বাদ, ভোট দিতে পারলেন না স্বস্তিকা! শেষ দফায় খুনের হুমকি পেলেন অনীক দত্ত

বুথে গিয়ে জানতে পারলেন ভোটার তালিকায় নাম নেই, ভোটই দেওয়া হল না স্বস্তিকা মুখোপাধ্যায়ের।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ জুন ২০২৪ ০০:৫৭
Share:
Advertisement

ভোট দিতে পারলেন না টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এ দিন বোন অজপা মুখোপাধ্যায়কে নিয়ে টালিগঞ্জের রাজেন্দ্রপ্রসাদ কলোনিতে একটি স্কুলে ভোট দিতে গিয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সেখানে গিয়ে জানতে পারেন, ভোটার তালিকা থেকে তাঁদের দুই বোনেরই নাম বাদ গিয়েছে। প্রয়াত বাবা এবং মায়ের নাম থাকলেও কেন তাঁদের নাম বাদ দেওয়া হল, প্রশ্ন স্বস্তিকার। পরে সমাজ মাধ্যমে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন টলিউড নায়িকা। এ দিকে ভোট দিতে গিয়ে খুনের হুমকি পেলেন পরিচালক অনীক দত্ত। সামাজিক মাধ্যমে ভিডিয়ো পোস্ট করে তিনি অভিযোগ করেন, ভোট দিয়ে ফেরার পথে তিনি তৃণমূলের হুমকির সম্মুখীন হয়েছেন। ৪ তারিখ ফল প্রকাশের দিন তাঁকে ‘ভ্যানিশ’ করে দেওয়া হবে, এমনই হুমকি পেয়ছেন বামমনস্ক পরিচালক অনীক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement