মহানগরের জোড়া লোকসভায় জিতেও শান্তি নেই। ‘ভ্রু কুঞ্চন’ শাসকের কপালে। কলকাতার ৪৬টি ওয়ার্ডে ‘হার’। সন্দীপন সাহা, সন্দীপ বক্সি, দেবাশিষ কুমারের মতো মেয়র পারিষদের ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। অন্তত পাঁচ বোরো চেয়ারপার্সনের ওয়ার্ডেও স্বস্তিতে নেই শাসক দল। দেবলীনা বিশ্বাস, সাধনা বসু, জুঁই বিশ্বাস, সুদীপ পোল্লে, সুস্মিতা ভট্টাচার্যের ওয়ার্ডে এগিয়ে বিজেপি। যাদবপুরে তৃণমূল জিতলেও রানিকুঠি, নেতাজি নগর, গান্ধী কলোনির মতো জায়গায় তুলনামূলক বেশি ভোট পেয়েছে বাম।
কলকাতায় এমন অনেক ওয়ার্ড রয়েছে যেখানে তৃণমূলের ‘লিড’ একশোরও কম। যেমন, ৬৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল এগিয়ে মাত্র ১৪ ভোটে। ১০০ নম্বর ওয়ার্ডে তৃণমূল এগিয়ে ৩৩ ভোটে। ১৩২ নম্বর ওয়ার্ডে তৃণমূলের লিড ৭৩।
আর আক্ষরিক অর্থে এগিয়ে থাকা বলতে, মেটিয়াবুরুজ! গার্ডেনরিচের ১৩৯ নম্বর ওয়ার্ডে ২৩ হাজার ৯১৩ ভোট এবং ১৪০ নম্বর ওয়ার্ডে ২০, ১৩৮ ভোটের ‘লিড’-এর পাহাড় তৃণমূলের।