Mamata Banerjee

কলকাতায় ‘প্রতিষ্ঠান বিরোধী’ হাওয়া, ৪৬টি ওয়ার্ডে ‘হার’! বৌদির কাছে ‘দুঃখ’ প্রকাশ মমতার

এক ওয়ার্ডেই প্রায় ২৪ হাজারে ‘লিড’ তৃণমূলের। কোথায় জানেন?

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ জুন ২০২৪ ২১:৪৯
Share:
Advertisement

মহানগরের জোড়া লোকসভায় জিতেও শান্তি নেই। ‘ভ্রু কুঞ্চন’ শাসকের কপালে। কলকাতার ৪৬টি ওয়ার্ডে ‘হার’। সন্দীপন সাহা, সন্দীপ বক্সি, দেবাশিষ কুমারের মতো মেয়র পারিষদের ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। অন্তত পাঁচ বোরো চেয়ারপার্সনের ওয়ার্ডেও স্বস্তিতে নেই শাসক দল। দেবলীনা বিশ্বাস, সাধনা বসু, জুঁই বিশ্বাস, সুদীপ পোল্লে, সুস্মিতা ভট্টাচার্যের ওয়ার্ডে এগিয়ে বিজেপি। যাদবপুরে তৃণমূল জিতলেও রানিকুঠি, নেতাজি নগর, গান্ধী কলোনির মতো জায়গায় তুলনামূলক বেশি ভোট পেয়েছে বাম।

কলকাতায় এমন অনেক ওয়ার্ড রয়েছে যেখানে তৃণমূলের ‘লিড’ একশোরও কম। যেমন, ৬৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল এগিয়ে মাত্র ১৪ ভোটে। ১০০ নম্বর ওয়ার্ডে তৃণমূল এগিয়ে ৩৩ ভোটে। ১৩২ নম্বর ওয়ার্ডে তৃণমূলের লিড ৭৩।

Advertisement

আর আক্ষরিক অর্থে এগিয়ে থাকা বলতে, মেটিয়াবুরুজ! গার্ডেনরিচের ১৩৯ নম্বর ওয়ার্ডে ২৩ হাজার ৯১৩ ভোট এবং ১৪০ নম্বর ওয়ার্ডে ২০, ১৩৮ ভোটের ‘লিড’-এর পাহাড় তৃণমূলের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement