চল্লিশ-বিয়াল্লিশ বছর রাজনীতিতে। ২৬ বছর হল পার্টির সেক্রেটারি। নিজে কখনও ‘ইলেকটোরাল পলিটিক্সে’ আসেননি, অথচ তাঁর নেতৃত্বেই বিহারে আলো জ্বালিয়েছে সিপিআইএমএল। ২০২০ সালে বিধানসভায় ১৯ আসনে লড়ে ১২ আসনে জয়। আর সদ্যসমাপ্ত নির্বাচনে বিহার থেকেই সিপিআইএমএলের ঝুলিতে এল জোড়া লোকসভা। সামনেই বিহারে বিধানসভা ভোট। ছাব্বিশে ভোট হবে পশ্চিমবঙ্গে। সংসদীয় রাজনীতিতে আগামী দিনে কী অবস্থান নেবে ইন্ডিয়া জোটের শরিক ‘লিবারেশন’? কলকাতায় রাজ্য পার্টির বৈঠকে এসে আনন্দবাজার অনলাইনের একান্ত সাক্ষাৎকারে সিপিআইএমএলের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। কথা বললেন, বাংলা-বিজেপি-বাম এবং মমতা নিয়ে।